মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট বিতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল।
মঙ্গলবার থেকে আজ শনিবার পর্যন্ত অনুষ্ঠিত এ পাসপোর্ট বিতরণ; স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল পাসপোর্ট বিতরণ কেন্দ্রের এমআরপি ও এমআরভি ডিজিটাল পদ্ধতির কার্যক্রম পরিদর্শন করেন।
পাসপোর্ট বিতরণ কেন্দ্র পরিদর্শনকালে আবুল কালাম আজাদ বলেন, কোনোভাবেই আপনারা দালালদের স্মরনাপন্ন হবেন না।
এ সময় তার সঙ্গে ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম কামরুন্নাহার চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, ঢাকা ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের পরিচালক মো. শিহাব উদ্দিন খান প্রমুখ।
দূতাবাসের পাসপোর্ট ও ভিসা শাখার সচিব মো. মশিউর রহমান তালুকদার বলেন, এ পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ৭৯৯টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে।