পাকিস্তানের ক্রিকেটে তিনি পরীক্ষিত সেনানী। বিশ্বজুড়ে টি ২০ লিগগুলোতে শোয়েব মালিকের চাহিদা তুঙ্গে। বর্ষীয়ান এই অলরাউন্ডার নতুন এক কীর্তিতে নাম লেখালেন সোমবার, টি ২০ ইতিহাসে মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে।
আট হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন শোয়েব মালিক। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানার হয়ে এদিন ৩৮ রানের ইনিংস খেলার পথে আট হাজারি ক্লাবে ঢুকে যান পাকিস্তানি অলরাউন্ডার।
টি ২০তে আট আট হাজার রান পেরোনো ইতিহাসের মাত্র চতুর্থ ব্যাটসম্যান মালিক। তার আগে এই কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও কিয়েরন পোলার্ড এবং নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের। এর মধ্যে সবার উপরে আছেন গেইল। টি ২০তে তার নামের পাশে ১১৫৭৫ রান।