নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ঈদ পুনর্মিলনী ও বারবিকিউ পার্টির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ মেলার কার্যক্রম পর্যালোচনা, কবরস্থান প্রকল্পের উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়সহ বিভিন্ন গ্রেডের কৃতী ছাএছাত্রীদের পুরস্কৃত করা হবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক নূরুন্নবী চৌধুরী শামীম প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।