বার্সেলোনা বি-দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করার এক বছর পর সিনিয়রদের কোচ হয়েছিলেন পেপ গুয়ারডিওলা। ন্যুক্যাম্পে বাকিটা ইতিহাস। এখন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটিকেও করেছেন চ্যাম্পিয়ন। কিন্তু কোচিং ক্যারিয়ারের শেষটা তিনি করতে চান বার্সা বি-দলে থেকে।
২০০৭ সালে বি-দলে কোচিং শুরু করেছিলেন গুয়ারডিওলা। পরের বছর ফ্র্যাঙ্ক রাইকার্ড চলে গেলে বার্সার দায়িত্ব নেন তিনি। সেখানে তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতেন দুটি।
স্মরণীয় চারটি বছর কাটিয়ে একই সাফল্য ধরে রাখেন বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগায়। প্রিমিয়ার লিগে এসে ম্যানসিটির হয়ে দ্বিতীয় মৌসুমে রেকর্ড পয়েন্ট ও গোলে জিতেছেন শিরোপা। স্ট্যামফোর্ড ব্রিজে তৃতীয় মৌসুমে এসে শিরোপা ধরে রাখার মিশনে স্প্যানিশ কোচ।