ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার বিয়ে হয়েছে গত বছরের ডিসেম্বরে।
এবার জল্পনা শুরু হয়ে গেছে এই তারকা দম্পতির সংসারে নতুন অতিথির আগমন ঘিরে। আনুশকার মা হওয়া নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এরপরই প্রশ্ন উঠেছে, আনুশকা কি মা হতে চলেছেন?
সম্প্রতি ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়। এতে দেখা যাচ্ছে, একটি কালো রঙের ঢিলেঢালা পোশাক পরেছেন আনুশকা। সেই ভিডিও দেখেই ভক্ত আর অনুরাগীরা কমেন্ট করতে শুরু করেন ‘আনুশকা কি মা হতে চলেছেন?’ কেউ আবার কমেন্ট করেন, ‘সেই জন্যই এত ঢিলেঢালা পোশাক পরেছেন? আনুশকার উঠে দাঁড়াতেও কষ্ট হচ্ছে।’
এরপরেই বলিউডপাড়ায় চাউড় হয় আনুশকা নাকি মা হতে চলেছেন। কিন্তু কিছুদিন আগেই এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ‘বালজিং ডিস্ক’-এ ভুগছেন আনুশকা।
‘বালজিং ডিস্ক’ মূলত স্নায়ুঘটিত রোগ। এই রোগে ঘাড়, পিঠ ও কোমরে যন্ত্রণা হয় এবং শরীরও দুর্বল হয়ে পড়ে। সেই কারণেই বেশ অসুস্থ বিরাটপত্নী। যদিও এ নিয়ে মুখ খোলেননি আনুশকা। তিনি এখন ‘সুই ধাগা’ ছবি নিয়েই ব্যস্ত। সূত্র: এবেলা