২০ বছর পর একসঙ্গে নাটক নিয়ে মঞ্চে এলেন দুই খ্যাতিমান অভিনেতা। ‘গ্যালিলিও’ নাটকের মধ্য দিয়ে তারা বীরদর্পে ফিরলেন।
তারা হলেন- আলী যাকের ও আসাদুজ্জামান নূর। শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হয়। অগণিত দর্শকের ভালোবাসা নিয়ে নবরূপে মঞ্চে এলো ‘গ্যালিলিও’।
আলী যাকের বলেন, শারীরিক অসুস্থতার কারণে মঞ্চে অভিনয় করতে বা নির্দেশনা দিতে পারছি না। তবে শরীর সায় দিলে এ নাটকের মধ্য দিয়েই নিয়মিত অভিনয় করব। আসাদুজ্জামান নূর বলেন, অভিনয় সব সময় টানলেও রাজনৈতিক ব্যস্ততায় অভিনয় করা হয়ে উঠে না। এখন থেকে নিয়মিত নাটকে অভিনয় করার চেষ্টা করব।
‘গ্যালিলিও’ নাটকটি বছর ত্রিশেক আগে ঢাকার মঞ্চে যোগ হয়। আতাউর রহমানের নির্দেশনায় অল্প সময়েই ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়ে যায় নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটকটি। ১৯৯৮ সালে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় নাটকটির প্রদর্শনী। কারণ এর মূল অভিনেতা আলী যাকেরের অসুস্থতা, আসাদুজ্জামান নূরের ব্যস্ততা ও খালেদ খানের মৃত্যু। নবরূপে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হল শুক্রবার। নবরূপায়নের নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার।
প্রায় আড়াই ঘণ্টার নাটকটির সময় দেড় ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। বার্টল্ট ব্রেখটের ‘দ্য লাইফ অব গ্যালিলিও গ্যালিলি’ অবলম্বনে ‘গ্যালিলিও’ নাটকটির অনুবাদ করেন অধ্যাপক আবদুস সেলিম। নাটকটির সময়কাল ১৬০৯ সাল। ইতালির বিখ্যাত পদার্থ ও অঙ্কশাস্ত্রবিদ গ্যালিলিও গ্যালিলি ঘোষণা করলেন সূর্য স্থির ও পৃথিবী ঘূর্ণমান। আরও বললেন, সৌরজগতে স্ফটিক স্তর বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। এর আগে মানুষ জানত, পৃথিবী স্থির ও সূর্য এর চারপাশে ঘুরে আলোকিত করছে পৃথিবীকে। মানুষের এতদিনের বিশ্বাসে আঘাত হানে গ্যালিলিওয়ের এ মতবাদ। খেপে উঠেন চার্চের অধিকর্তা।
‘গ্যালিলিও’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন আলী যাকের। আসাদুজ্জামান নূর অভিনয় করেছেন অধ্যক্ষ বারবেরিনি ও পোপ চরিত্রে। খালেদ খানের চরিত্র আন্দ্রিয়া সার্তি চরিত্রে পান্থ শাহরিয়ার, সিনোরা সার্তি চরিত্রে ফারহানা মিছু অভিনয় করেছেন।