কিশোরী বয়স থেকে নারীরা সংসার ও মা হওয়ার স্বপ্ন দেখেন। তবে মনের মতো স্বামী কিন্তু সবারই চাওয়া থাকে। নারীর কাছে স্বামী শব্দটি সোনায় সোহাগা। স্বামীর কাছে নারীর আছে ভিন্ন ভিন্ন চাওয়া।
আসুন জেনে নেই স্বামী হিসেবে নারীদের কেমন পুরুষ পছন্দ?
রোমান্টিক স্বামী
দাম্পত্যে নারীর প্রথম পছন্দ রোমান্টিকতা। নারী চায় আবেগঘন পরিবেশে স্বামীর সঙ্গ। আর চায় কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে। নারী চায় না-বলা কথাগুলো কেউ বুঝুক। তার কথাগুলো মনোযোগসহকারে শুনুক।
আত্মবিশ্বাসী স্বামী
নারী চায় তার স্বামী হোক আত্মবিশ্বাসী মানুষ। পারিবারিক-সামাজিক-অর্থনৈতিক অথবা রাজনৈতিক চিন্তাচেতনায় যে স্বামীর স্পষ্ট অবস্থান আছে, এমন স্বামীকে পছন্দের তালিকায় রাখে নারী। স্বামী যদি মানসিকভাবে দুর্বল হয়, তাহলে নারী তাকে সঙ্গী হিসেবে বেছে নিতে চায় না।